Sunday, January 14, 2018

জেরুজালেমের ওপর ফিলিস্তিনি আরবদের দাবি অতিশয় দুর্বল



৬ই ডিসেম্বর জেরুজালেম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আচমকা দু’টি ঘোষণা ইসরায়েল-আরব সংঘাত যা আপাত শান্ত ছিলো তাকে উস্কে দিয়েছে। ট্রাম্প ঘোষণা করেছেন, জেরুজালেম হলো ইসরাইলের রাজধানী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমেই স্থানান্তরিত করা হবে। প্যালেস্টাইন বা ফিলিস্তিনের একটি সব চাইতে গুরুত্বপূর্ণ শহর হলো জেরুজালেম। জেরুজালেম আবার বাইতুল মুকাদ্দাস নামেও খ্যাত। এই শহরটি ১৯৬৭ সাল থেকে ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। ইহুদিরা বিশ্বাসের গভীরে প্রোথিত রয়েছে যে এই জেরুজালেমেই তাদের ঈশ্বর ‘ইয়াওয়ে’ (হিব্রু ভাষায় ঈশ্বরকে ইয়াওয়ে বলে) বাস করে। ফিলিস্তিনি আরবরা কিন্তু জেরুজালেমের উপর তাদের অধিকার ছাড়তে নারাজ। তাদের পেছনে রয়েছে এবং আরবের অধিকাংশ দেশ এবং বিশ্বের মুসলিম উম্মাহ। এ শহরটি যে বিশ্বের মুসলিমদের কাছে অতি পবিত্র এক তীর্থভূমি যার স্থান মক্কা ও মদিনার ঠিক পরেই। এই জেরুজালেমই ছিলো তাদের প্রথম কিবলা যে দিকে মুখ করে তারা নামায পড়তো। তাই জেরুজালেমের উপর থেকে দাবি ছাড়তে তারা নারাজ। স্বভাবতই ট্রাম্পের ঘোষণায় তৎক্ষণাৎ পরষ্পরবিরোধী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ইসরাইল প্রবল সোল্লাসে স্বাগত জানায়, আর আরবরা  প্রবল ক্ষোভে তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহও ট্রাম্পের বিরুদ্ধে ক্রোধে ও ক্ষোভে ফেটে পড়ে।
এ বছরটি আর পাঁচটা বছরের মতো একটা সাধারণ বছর নয়, এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর। বছরটি বিশ্বজুড়ে উদযাপন করছে একদিকে কম্যুনিস্ট ও বামপন্থীরা আর একদিকে ইহুদিরা। এ বছর নভেম্বর মাসে রুশ বিপ্লবের শত বছর পূর্ণ হয়েছে আবার ‘বেলফোর ঘোষণা’রও শত বছর পূর্ণ  হয়েছে  এ বছর নভেম্বর মাসেই ১৯১৭ সালের ২রা নভেম্বর বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার ইহুদি নেতা ব্যারন রথচাইল্ডের কাছে চিঠি লিখে জানান যে বৃটিশ সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র গঠনে তাঁদের পূর্ণ সহায়তা দেবে। এটা ইতিহাসে ‘বেলফোর ঘোষণা’ নামে খ্যাত। এ বছরটি আবার ইহুদিদের কাছে আর একটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ বছর। কারণ, এ বছরটি জাতিসংঘে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র স্থাপনের প্রস্তাব পাশ হওয়ার ৭০ বছর পূর্ণ হলো। ১৯৪৭ সালের ২৯শে নভেম্বর জাতিসংঘ ফিলিস্তিনি ভূখন্ডকে দ্বিখন্ডিত করে ইসরাইল ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাব গ্রহণ করে। এই ঐতিহাসিক প্রস্তাবটি রাষ্ট্রসঙ্ঘের ১৮১ নং প্রস্তাব (United Nations Resolution 181, resolution passed by the United Nations (UN) General Assembly in 1947 that called for the partition of Palestine into Arab and Jewish states, with the city of Jerusalem as a corpus separatum (Latin: “separate entity”) to be governed by a special international regime. The resolution—which was considered by the Jewish community in Palestine to be a legal basis for the establishment of Israel, and which was rejected by the Arab community—was succeeded almost immediately by violence.) নামে খ্যাত। 


জেরুজালেম ইহুদি, খৃস্টান ও মুসলমানদের তীর্থভূমি। জেরুজালেম ছিলো একদা ইহুদিদের বাসভূমি খৃস্টের জন্মের এক হাজার বছর আগে ইহুদি রাজা ডেভিড ও তাঁর পুত্র সালমান এখানেই স্থাপন করেছিলেন জিহোভার মন্দির জিহোভা হলো ইহুদিদের ঈশ্বর যেমন আল্লাহ্‌ মুসলমানদের। একেশ্বরবাদী ইহুদিরা মোজেসকে ঈশ্বরের সর্বশেষ দূত বলে বিশ্বাস করে যে বিশ্বাসে যীশু নিজেকে ঈশ্বরের দূত ও পুত্র বলে দাবি করেতার পরিণতি কী চরম ভয়াবহ হয়েছিলো তা সর্বজন বিদিত। মোজেস ঈশ্বরের সর্বশেষ দূত – এ বিশ্বাস ও দাবিকে অগ্রাহ্য ও চ্যালেঞ্জ করার চরম মাশুল দিতে হয়েছিলো যীশুকে।  ত্রিশ খৃস্টাব্দের মাঝামাঝি  রাজা হেরড তাঁকে ক্রুশবিদ্ধ করে চরম যন্ত্রণা দিয়ে হত্যা করেছিলেন। তার আগে হত্যা করেছিলেন তাঁর ভাই জনকে কারাগারে বন্দি করে। খৃস্টানরা এর চরম প্রতিশোধ নিতে দ্বিধা করেনিযীশুকে হত্যা করার মাত্র চার দশক পর সত্তর খৃস্টাব্দে রোমান  রাজপুত্র টাইটাস ক্ষুধার্ত হিংস্র শ্বাপদের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন জেরুজালেমের ওপর। ইহুদিদের চরম বিশ্বাস ও অহংকারের প্রতীক জিহোভার মন্দিরটি ধূলায় মিশিয়ে দিয়েছিলেন রাষ্ট্রশক্তির দম্ভেশুধু মন্দির ধ্বংস করেই তাঁর প্রতিহিংসার আগুন নেভে নি। পাশবিক হিংস্রতায় ঝাঁপিয়েছিলেন নিরীহ ইহুদিদের উপর এবং তাদের হত্যা করেছিলেন  লাখে লাখে। বাকি ইহুদিরা প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ করে উদ্বাস্তু হয়ে ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর পথে পথে।  তারপর থেকে ১৯৪৮ সালে ইসরাইলি রাষ্ট্র তৈরী হওয়ার আগে পর্যন্ত  প্রায় দু’হাজার ধরে তারা উদ্বাস্তু হয়ে পৃথিবীর দেশে দেশে যাযাবরের মতো ছুটে বেড়িয়েছে। রাজা ডেভিডের তৈরী মন্দিরটি অবশ্য প্রথম ভেঙে দিয়েছিলেন ব্যবিলিন সম্রাট নেবুচাদনেজার  খৃস্টের জন্মের ৬০০ বছর পূর্বে। কিন্তু পারসিক সম্রাট সাইরাস দ্য গ্রেট সেই শতকেই জেরুজালেম জয়ের পর মন্দিরটির পুনর্নিমাণ করেন। রোমান রাজপুত্র টাইটাস ধ্বংস করেছিলেন পুনর্নির্মিত সেই ২য় মন্দিরটিকেই কিন্তু ইতিহাসের কী নিষ্ঠুর পরিহাস, টাইটাসের উত্তরসূরী রোমান সম্রাটরা টাইটাসের ঐ ধ্বংসলীলায় ভয় পেয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন জিহোভার মন্দির ভাঙার জন্যে ঈশ্বরের অভিশাপে তাঁদের অকল্যাণ হবে। তাই তাঁরা পুনরায় ঐ একই স্থানে ঐ মন্দিরের পুনর্নিমাণ করে  টাইটাসের পাপের প্রায়শ্চিত্ত করেন।    
জেরুজালেমের উপর আক্রমণ এসেছিল মুসলমান খলিফাদের দিক থেকেও। ৬৩৭ খৃস্টাব্দে ২য় খলিফা ওমর ফারুকের সেনাবাহিনী খৃস্টান সম্রাট সাফ্রোনিয়াসকে পরাস্ত করে জেরুজালেমের দখল নিয়েছিলো। তারপর খলিফা ওমরের নির্দেশে ইহুদি ও খৃস্টানদের পবিত্র তীর্থভূমি জেরুজালেমের মাটিতেই তৈরী করা হয় মুসলমানদের একটি উপাসনালয় যেটা আল-আকসা মসজিদ নামে খ্যাত। ইহুদি ও খৃস্টানদের পবিত্র তীর্থভূমিতে মুসলমানদের শাসন ও আধিপত্য বজায় ছিলো ১০৯৯ সাল পর্যন্ত। সেই বছর ১ম ক্রুসেডের সময় খৃস্টানরা জেরুজালেমকে মুসলমানদের হাত থেকে মুক্ত করে। নিজেদের পবিত্র তীর্থভূমির দখল নেওয়ার পর তারা শুরু করে প্রতিহিংসার রাজনীতি। আল-আকসা মসজিদটিকে  সালমানের মন্দির নাম দেয় এবং মসজিদের জায়গায় এক স্থানে একটি গীর্জা স্থাপন করে। খৃস্টানরা কিন্তু খুব বেশী দিন জেরুজালেমের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে নি। ১১৮৭ খৃস্টাব্দেই সুলতান সালাহউদ্দিন আয়ুবী জেরুজালেম পুনরায় দখল করে নিয়ে ক্রুসেডের বদলা নেয়। সর্বশেষ প্রথম বিশ্বযুদ্ধের সময়েও জেরুজালেম ছিলো উসমানিয়া খেলাফতের অধীনে তথা মুসলমানদের দখলে।    




 
বাইতুল মুকাদ্দাস
শুধু প্রাচীন ও মধ্য যুগের আদিম বর্বতার শিকার নয় ইহুদিরা। আধুনিক যুগেও পৈশাচিক হিংস্রতার শিকার হয়েছে তারা। হিটলার নানা অপবাদ দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ইহুদিদের ওপরতিনি যেন পণ করেছিলেন যে পৃথিবীর বুকে ইহুদিদের নাম ও নিশানা রাখবেন না। তাঁর নাৎসীবাহিনী ৬০ লক্ষ ইহুদিকে কচু কাটা করে কেটেছিলো। টাইটাসের পরে ও হিটলারের আগে মুসলমানদের রোষানলে পড়তে হয়েছিলো আরবে বসবাসকারী সকল ইহুদিদেরতাদের অপরাধ ছিলো তারা মোজেস  (মুসা) ঈশ্বরের শেষ নবী/দূত এই বিশ্বাস থেকে টলে নি এবং মুহাম্মদকে ঈশ্বরের দূত বলে মান্যতা দেয় নি। ইসলামকে অস্বীকার করার ঔদ্ধত্য (?) মুসলমানদের সহ্য হয় নি।  লাগামহীন নৃশংস অত্যাচার ও নিপীড়ন চালিয়ে ইহুদিদের আরব ছাড়া করেছিলো। সে সময় হাজার হাজার ইহুদিকে নির্মমভাবে হত্যাও করেছিলো আরবের মুসলমানরা।      
বস্তুতঃ জেরুজালেম ও ইহুদিদের ইতিহাস খুবই করুণ। জেরুজালেমের মাটি শুধু খৃস্টান, পারসিক ও মুসলমানদের হাতেই লাঞ্ছিত, নিগৃহীত ও পদদলিতই হয় নি। আরো অনেক জাতি ও গোষ্ঠীই  জেরুজালেমের উপর অত্যাচারের স্টীম রোলার চালিয়েছে। জেরুজালেমের ভূমিপুত্র ইহুদিরাও বোধ হয় যত লাঞ্ছিত, উৎপীড়িত ও নির্যাতিত হয়েছে পৃথিবীর আর কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ তত হয় নি অথচ তাদের জন্যে আমাদের (ভারতীয়দের) কোনো সমবেদনা নেই। নেই একটু সহানুভূতিও। উল্টে তারা তাদের পূর্ব পুরুষদের মাটিতে নিজেদের একটি রাষ্ট্র তৈরী করেছে, এবং সেটা রক্ষা করতে চাইছে বলে তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগের অন্ত নেই।
জাতিসংঘ ট্রাম্পের ঘোষণা ধ্বনি ভোটে প্রত্যাখান করেছে। আন্তর্জাতিক সাম্প্রদায়িক মঞ্চ ইসলামি সহযোগী সংস্থা ওআইসি (Organization of Islamic Co-operation) তার শীর্ষ সম্মেলনে জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেরুজালেমকে ইসরাইলের হাত থেকে উদ্ধার করার জন্যে আরব দেশগুলিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছে। ওআইসিভুক্ত দেশগুলি যদি ১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তিন প্রশ্নে যে প্রস্তাবটি গ্রহণ করেছিলো সেটাকে স্বাগত ও সমর্থন জানাতো তবে  তখনই ফিলিস্তিন ও জেরুজালেম নিয়ে সব বিতর্ক এবং ইসরাইল ও আরবের মধ্যেকার দীর্ঘদিন ধরে চলে আসা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়ে যেতো। তাতে ইহুদিরা যেমন তাদের নিজেদের হারানো স্বদেশের খানিকটা ফিরে পেতো তেমনি  ফিলিস্তিনি আরবদেরও তাদের প্রিয় জন্মভূমি থেকে উচ্ছেদ হয়ে উদ্বাস্তু হতে হতো না।
১ম বিশ্বযুদ্ধের (১৯১৪ - ১৯১৮) ফিলিস্তিন ছিলো উসমানিয়া সাম্রাজ্যের অধীনে। সেই যুদ্ধে উসমানিয়া সাম্রাজ্যের পরাজয় ও পতন হয় এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলে যায় বৃটিশদের হাতে। ১৯১৭ থেকে ১৯৪৮ পর্যন্ত  সময়কালে বৃটিশ সরকারের সহায়তা ও মদতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বাস্তু ইহুদিরা ফিলিস্তিনি ভূখণ্ডে ঢুকে বসতি স্থাপন করতে শুরু করে। ক্রমে ক্রমে বাড়িতে থাকে ফিলিস্তিনি ভূমে ইহুদি জনসংখ্যা এবং একই সঙ্গে ইহুদি ও আরব সংঘাতও। ২য় বিশ্বযুদ্ধে বৃটিশ সাম্রাজ্যবাদের পরাজয় ঘটলে মধ্যপ্রাচ্য থেকে হাত গুটিয়ে নেওয়ার জন্যে বৃটিশদের উপর চাপ ক্রমাগত বাড়তে থাকে। ফলে ১৯৪৭ সালে এপ্রিল মাসে বৃটিশ সরকার ফিলিস্তিন ইস্যুটি মীমাংসার জন্যে জাতিসংঘের কাছে  প্রেরণ করে। জাতিসংঘ তখন ১১টি দেশ নিয়ে তৈরী করে একটি বিশেষ তদন্ত কমিটি UNSCOP (UN Special Committee on Palestine) কমিটি দুটি প্রস্তাব দেয়। সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব ছিলো ফিলিস্তিনি ভূখণ্ডে দুটি পৃথক রাষ্ট্র গঠন করা এবং সংখ্যালঘিষ্ঠের মত ছিলো ফিলিস্তিনে একটি রাষ্ট্রের অধীনে ইহুদি ও আরবদের জন্যে পৃথক  স্বাশাসিত অঞ্চল গঠন করা। কমিটি জেরুজালেম সম্পর্কে খুবই সাবধানী প্রস্তাব দিয়েছিল, বলেছিলো, জেরুজালেম থাকবে আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণে।  ইহুদিরা ১ম প্রস্তাবটিকে স্বাগত জানায়, কিন্তু আরবরা পুরো প্রস্তাবটাই প্রত্যাখান করে। ১৯৪৭ সালের ২৯শে নভেম্বর জাতিসংঘে সংখ্যাগরিষ্ঠ মতের প্রস্তাবটি গৃহীত হয়। জাতিসংঘ  ফিলিস্তিনি ভূখণ্ডের ৫৭% অংশ ইসরাইল রাষ্ট্রকে এবং ৪৩% অংশ  ফিলিস্তিন রাষ্ট্রের  জন্যে সুপারিশ করে।

ফিলিস্তিনি ভূখণ্ডে দুটি পৃথক রাষ্ট্র স্থাপন করার প্রস্তাব জাতিসংঘে গৃহীত হবার কিছুদিন পর (১৯৪৮ সালের ১২ই মে) ইহুদিরা স্বাধীন ইসরাইল রাষ্ট্রের ঘোষণা দেয়। সঙ্গে সঙ্গে আমেরিকা ইসরাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং তার পর স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন। অন্ধভাবে কোরানের আজ্ঞা পালনকারী পাঁচটি আরব দেশ মিশর, ইরাক, সিরিয়া, লেবানন ও জর্ডান সম্মিলিত সেনাবাহিনী গঠন করে ১৯৪৮ সালের ৩০শে নভেম্বর ইসরাইলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ইহুদিদের নিশ্চিহ্ন করে দেবার বাসনা ও সংকল্প নিয়ে। কিন্তু সেই যুদ্ধে ইসরাইলই বিজয়ী হয় এবং রাষ্ট্রসংঘ  ইহুদি রাষ্ট্র স্থাপনের জন্যে যতোটা জায়গা দিয়েছিলো তার চেয়ে বেশী এলাকা দখল করে নেয় ইহুদি সেনারা। এই যুদ্ধ থেকে আরবরা শিক্ষা নেয় নি। বারবার তারা ইসরাইলের উপর যুদ্ধ চাপিয়ে দেয়, ফলে ১৯৬৭, ১৯৭৩ ও ১৯৮২ সালে আরব ও ইসরাইলের মধ্যে তুমুল যুদ্ধ হয়। কিন্তু আক্রমণকারী আরবরা প্রত্যেকটা যুদ্ধেই পরাজিত হয় এবং অপরদিকে ইসরাইল তার সীমানা বাড়িয়ে নেয়। ১৯৬৭ সালের যুদ্ধে  যুদ্ধে  সিনাই মরুভূমির পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমি, জর্দান নদীর পশ্চিম তীর, গাজা উপতক্যা এবং জেরুজালেমের পূর্ব অংশ-সহ অবশিষ্ট সকল ফিলিস্তিনি ভূখণ্ড ইসরাইল দখল করে নেয়। এই যুদ্ধে  ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র স্থাপনের সুযোগ ও সম্ভাবনা ছিলো সেটা একেবারেই বিলীন হয়ে যায়। ১৯৭৩ সালের যুদ্ধে শোচনীয়ভাবে পরাস্ত হয়ে মিশর ও জর্দান ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করে এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাত থেকে নিজেদের সরিয়ে নেয়। ১৯৭৮ সালের ১৭ই সেপ্টেম্বর ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি (ক্যাম্প-ডিভিড চুক্তি) হয় এবং মিশর ইসরাইলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দেয়। সৌদি আরব ২০১৬ সালে মিশর-ইসরাইল শান্তিচুক্তি মেনে নেয় তখন থেকেই সৌদি আরব ও ইসরাইলের মধ্যেকার বৈরীমূলক সম্পর্কের  অবসান হয় এখন তো সৌদি আরব ও ইসরাইল দু’ দেশই পারষ্পরিক সম্পর্কের উন্নতি ঘটাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সৌদি আরব তার সেনাবাহিনীর একদল অফিসারকে পাঠিয়েছে সামরিক প্রশিক্ষণ নেওয়া এবং সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সামরিক সম্পর্ক গড়ে তোলার জন্যে সৌদি আরব ইসরাইলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের উন্নতিকরণের লক্ষ্যে একদল ব্যবসায়ী ও শিক্ষাবিদকেও ইসরাইল পাঠিয়েছিলো। সৌদি আরব ইতিমধ্যেই আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন সাধন করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলি থেকে ইসলামিস্টদের সরিয়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে
প্রসঙ্গতঃ উল্লেখ্য ওআইসি যে শীর্ষ সম্মেলনের মঞ্চে ইসরাইলকে ফের হুঙ্কার দিয়েছে সেই সম্মেলনে  অংশ গ্রহণ করেন নি সৌদি রাজা সালমান ও সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান। অংশ নেয় নি মিশর, আরব আমিরাত ও বাহরিনের রাষ্ট্রপ্রধানরাও। ওআইসির শীর্ষ সম্মেলনের অনুপস্থিত থেকে এই দেশগুলির রাষ্ট্রপ্রধানরা বুঝিয়ে দিয়েছেন যে, তাঁরা ইসরাইলের সঙ্গে আরবদের আর সংঘাত ও যুদ্ধ চাই না, তার পরিবর্তে আলচনার মাধ্যমে সমস্ত রকম বৈরীতা ও সংঘাতের অবসান চান। ইসরাইলও আরবদের সঙ্গে সংঘাতের স্থলে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। সেই উদ্দেশ্যে ইসরাইলের পক্ষ থেকে সৌদি আরবের রাজপুত্রকে মধ্যস্থতা করার আহ্বান জানানো হয়েছে এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একই উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন স্থির করেছেন বলে শোনা যাচ্ছে। সৌদি আরবও মধ্যস্থতা করতে আগ্রহী। সৌদি ক্রাউন প্রিন্স  ইতিমধ্যেই পিএলও-র রাষ্ট্রপ্রধান মাহমুদ আব্বাসকে জেরুজালেমের দাবি থেকে সরে এসে ‘আবু দিস’ নামক একটি শহরে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী স্থাপন করার প্রস্তাব দিয়েছে বলে খবর এবং সেখানে রাজধানী গড়ে তোলার জন্যে অর্থ সিয়ে সাহায্য আশ্বাসও দিয়েছেন।
মিশর, আরব আমিরাত, বাহরিন, সৌদি আরব ইত্যাদি আরব দেশগুলির মতো বাকি দেশগুলিরও  উচিৎ ধর্মান্ধতা পরিত্যাগ করে ইতিহাস ও বাস্তবকে স্বীকার করে নেওয়। তারা যদি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব পরিত্যাগ করে আলাপ-আলোচনার মাধ্যমে ফিলিস্তিন ও জেরুজালেম সমস্যার সমাধানের পথ সন্ধান করতে সম্মত হয় তবে ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যেকার চির বৈরী সম্পর্কের অবসান অধরা থাকবে না। আর তার ফলে লাভবান হবে দু’পক্ষই, তবে ফিলিস্তিনিরাই  লাভবান হবে সবচেয়ে বেশী

1 comment:


  1. This post is very nice and amazing. Please, continued to write same wonderful post.

    ReplyDelete

KARBALA: Truth and Lies

  KARBALA : Truth and Lies           GIASUDDIN                 Translated by SRIJIB BISWAS        ...