Tuesday, August 15, 2017

নারীর স্বাধীনতা দিবস নেই



সত্তর বছর বাদ -
১৫ই আগস্টের এই ভোরে
পুরুষ, আজ তোমরা আরো বলীয়ান, আর
আমরা আরো শক্তিহীন, আরো অসহায় -  
১৫ই আগস্ট তো তোমাদেরই দিন       
সত্তর বছর বাদ -
পুরুষ, আজো তোমরাই শিক্ষক, অধ্যাপক, ইঞ্জিনিয়র, ডাক্তার, ব্যারিষ্টার,  
আর আমরা তোমাদের গিন্নি, কৃপা প্রার্থী –
আজ ১৫ই আগস্ট তো তোমাদেরই  দিন   
সত্তর বছর বাদ -
পুরুষ, আজো তোমরা তো ওসি, এসপি, ডিএম, সচিব,   
 দণ্ডমুণ্ডের কর্তা 
 আর আমরা তোমাদের গৃহে বন্দী, নাম দিয়েছো গৃহিণী,  -  
১৫ই আগস্ট তো তোমাদেরই দিন      
সত্তর বছর বাদ -
পুরুষ, আজো তোমরাই গৃহস্বামী, ভূস্বামী, আর
আমরা তো আজো তোমাদের গৃহদাসী –
 ১৫ই আগস্ট তো তোমাদেরই দিন 
 সত্তর বছর বাদ -
পুরুষ, আজো তোমরা বেদ, বাইবেল, কোরান উঁচিয়ে
আমাদের শাসন করো, চাবুক মারো,      
আর আমরা  কেবল তোমাদের যোনি – 
১৫ই আগস্ট তো তোমাদেরই দিন 
সত্তর বছর বাদ -
পুরুষ, আজো তোমরা আমাদের দেহের মালিক
গর্ভের মালিক, যোনিরও মালিক,
আর আমরা তোমাদের যৌনদাসী –
 ১৫ই আগস্ট তো তোমাদেরই দিন 
 সত্তর বছর বাদ -
পুরুষ, আজো তোমরা আমাদের সিঁথির সিঁদুর,
কপালের টিপ, হাতের শাঁখা,
 আজো আমাদের মঙ্গলসূত্র বাঁধতে হয়  
১৫ই আগস্ট তো তোমাদেরই দিন  
সত্তর বছর বাদ -
পুরুষ, আজো আল্লাহ-ভগবান তো
কেবল তোমাদেরই পতাকা বয়,
আর আমাদের বেহেস্ত তো আজো তোমাদের পা'য় -
১৫ই আগস্ট তো তোমাদেরই দিন  
সত্তর বছর আগে - 
পুরুষ, তোমরাই পেয়েছিলে স্বাধীনতা,
পেয়েছিলে গদি, পেয়েছিলে ক্ষমতা,
আমরা সেদিন ছিলাম তোমাদের দাসী
আজো তেমনই আছি - 
১৫ই আগস্ট তো তোমাদেরই দিন  
সত্তর বছর আগে - 
পুরুষ, শোনো
আমাদের স্বাধীনতা ছিলো না কোনো,
আমরা আজো পরাধীন
 আমাদের স্বাধীনতা নেই কোনো

    

আজ ২৬শে জানুয়ারি, তোমাদের পতাকা তোলার দিন



সত্তর বছর আগে –
তোমরা ধনী ছিলে, আজ ধনকুবের -   
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
আমার জমিজমা, ভিটেমাটি যেটুকু ছিলো
তার সবই গেছে তোমাদের গ্রাসে - 
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
তোমাদের ছিলো সাততলা অট্টালিকা   
আজ সত্তরতলার রাজপ্রাসাদ  - 
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
আমার একটা কুটীর ছিলো
আজ আমি বস্তিতে, ফুটপাতে -  
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
তোমাদের সম্পদ পাহারা দিতো  
বৃটিশ পুলিশ,  
আজ পাহারা দেয়
তোমাদের নিজেদের পুলিশ –
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
আমার বস্তি উচ্ছেদ করেছে বৃটিশরা
আজো আমার বস্তি উচ্ছেদ হয়
তোমাদের হাতে -
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
বৃটিশ পুলিশ আমাকে বলেছে সন্ত্রাসবাদী
আজ তোমাদের কেছে আমি দেশদ্রোহী -
আজ তোমরা পতাকা তোলো
তোমাদের পতাকা তোলার দিন আজ


KARBALA: Truth and Lies

  KARBALA : Truth and Lies           GIASUDDIN                 Translated by SRIJIB BISWAS        ...