সত্তর বছর আগে –
তোমরা ধনী ছিলে, আজ ধনকুবের -
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
আমার জমিজমা, ভিটেমাটি যেটুকু ছিলো
তার সবই গেছে তোমাদের গ্রাসে -
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
তোমাদের ছিলো সাততলা অট্টালিকা
আজ সত্তরতলার রাজপ্রাসাদ -
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
আমার একটা কুটীর ছিলো
আজ আমি বস্তিতে, ফুটপাতে -
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
তোমাদের সম্পদ পাহারা দিতো
বৃটিশ পুলিশ,
আজ পাহারা দেয়
তোমাদের নিজেদের পুলিশ –
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
আমার বস্তি উচ্ছেদ করেছে বৃটিশরা
আজো আমার বস্তি উচ্ছেদ হয়
তোমাদের হাতে -
তোমাদের পতাকা তোলার দিন আজ
সত্তর বছর আগে –
বৃটিশ পুলিশ আমাকে বলেছে সন্ত্রাসবাদী
আজ তোমাদের কেছে আমি দেশদ্রোহী -
আজ তোমরা পতাকা তোলো
তোমাদের পতাকা তোলার দিন আজ
বোঝা যাচ্ছে। ব্লগের লেখাগুলো ক্রমাগত শেয়ার করতে থাকুন।
ReplyDelete