Sunday, September 21, 2014

মুহাম্মদ প্রদর্শিত পথে উপার্জিত অর্থেই ‘আইএস’ আজ বিশ্বের সব চেয়ে ধনী জঙ্গিগোষ্ঠী



‘আইএস’ তথা ‘ইসলামিক স্টেট’ এখন নৃশংসতা, নিষ্ঠুরতা ও পৈশাচিকতায় সারা বিশ্বের সমস্ত জঙ্গিসংগঠনগুলিকে ছাপিয়ে গিয়েছে এ কথা বোধ হয় অনায়াসে বলা যায়। এই সময়ে হিংস্রতা, প্রতিশোধস্পৃহা ও প্রতিহিংসায় ‘আইএস’-এর তুলনা বোধ হয় আর কারো সঙ্গে করা চলে না। ‘আইএস’ শুধু সাংগঠনিক শক্তির বিচারে কিংবা হাড় হিম করা হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকান্ডেই বিশ্বের যে কোনো জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠনকেই পিছনে ফেলে দিয়েছে তাই নয়, আর্থিক সম্পদের দিক থেকেও সবার থেকে অনেক অনেক বেশি এগিয়ে গিয়েছে। নিজের নাম গোপন রেখে আমেরিকার গোয়েন্দা বিভাগের একজন বিশেষজ্ঞ বলেন যে  ‘আইএস’ হচ্ছে এ যাবত  বিশ্বের সবচেয়ে ধনী জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠী। প্রতিদিন নানা সূত্রে যে পরিমাণ অর্থ আয় করে এরা তা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কল্পনারও অতীত। যে সূত্রগুলি ওদের আয়ের উৎস তার মধ্যে অন্যতম একটি হলো  গ্যাসক্ষেত্র থেকে তেলের চোরাচালানত্রাণকর্মী, গবেষক ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে তেলের চোরাচালান থেকে প্রতিদিন ত্রিশ লাখ ডলারেরও বেশী অর্থ তারা আয় করে। তাদের অধিকৃত অঞ্চলের মধ্যে ১১টি তৈল ক্ষেত্র আছে এ সব তৈল ক্ষেত্র থেকে তারা তেলের চোরাচালান করে বাজার দর থেকে অনেক কম কম মূল্যে। কাতারের দোহা সেন্টারের ব্রুকিংস ইনস্টিটউশনের ভিজিটিং ফেলো লুয়াই খাত্তিব জানিয়েছেন যে ব্যারেল প্রতি তেলে বাজার মূল্য যেখানে ১০০ ডলার, সেই তেল তারা বিক্রি করে ব্যারেল প্রতি মাত্র ২৫ থেকে ৬০ ডলারে। এবং তাতেও তাদের অনেক লাভ থাকে যেহেতু তারা চোরাকারবারিদের কাছ থেকে তেল খুব কম দামে কেনে।
এ বছর জুন মাসের শেষের দিকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করার পর ‘আইএস’ স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজীর মাধ্যমে প্রচুর অর্থ সংগ্রহ করে।  মসুলের দখল নিয়েই তারা ফতোয়া দেয় যে, সমস্ত অমুসলমানদের হয় মুসলমান হতে হবে, নতুবা জিজিয়া কর দিতে হবে, নতুবা মসুল শহর ছেড়ে চলে যেতে হবে, নতুবা মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে।  মসুলের পঁচিশ হাজার খৃষ্টান তখন দেশ ছেড়ে চলে যায়, যারা যেতে পারে নি বা যেতে চায় নি তাদের কাছ থেকে ‘আইএস’ প্রচুর অর্থ আদায় করে।
‘আইএস’ তাদের অধিকৃত অঞ্চল সমূহে অবস্থিত সমস্ত ব্যাঙ্ক থেকে বিশাল অঙ্কের নগদ অর্থ তারা লুট করেলুয়াই খাত্তিব বলেন যে, ইরাক থেকে প্রচুর প্রাচীনকালের  মূল্যবান নিদর্শনগুলিও চোরাই পথে তুরস্কে বিক্রি করেও প্রচুর অর্থ আয় করেছে। খাত্তিব আরো বলেন যে তাদের অবৈধ আয়ের আর একটি শাঁসালো মাধ্যম হলো মানুষ পাচার। অসংখ্য নারী ও শিশু যৌন-দাসী বা যৌন-দাস হিসেবে পাচার করে শত শত মিলিয়ন ডলার উপার্জন করছে। আমেরিকার অন্য আর  একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে তহবিল সংগ্রহ ও সমৃদ্ধ করার জন্যে ‘আইএস’  অন্যান্য মাফিয়া সংগঠনগুলির মতোই কাজ করছেতাদের মতে ‘আইএস’ যেমন সুসংগঠিত ও  নিয়মতান্ত্রিক, তেমনি ভীতি প্রদর্শন ও সহিংসতাতেও অত্যন্ত পটু ও নৃৃৃশংস। আইএসের তহবিলে বিপুল অর্থ ঢোকানোর আর একটি বিরাট মাধ্যম হল শত্রু শিবিরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অপহরণ করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা।  এ বছর গোড়ার দিকে তারা চারজন ফরাসী ও দু'জন স্পেনের সাংবাদিককে অপহরণ করে  ও জিম্মি করে।  মুক্তিপণ বাবদ  মোটা অঙ্কের অর্থ দিয়ে সংস্লিষ্ট সরকার তাদের মুক্ত করে নিয়ে যায়। আমেরিকা মুক্তিপণ দেয়  নি বলে তাদের দুজন সাংবাদিককে – জেমস ফলি ও স্টিভেন সটলফ – শিরচ্ছেদ করে হত্যা করেসেই ছবি ভিডিও-র মাধ্যমে তারা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে আমেরিকা সহ গোটা বিশ্বকে ভীত-সন্ত্রস্ত করার জন্যে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ‘আইএস’কে অর্থ সরবরাহ করতো প্রথম দিকে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো এবং সে সব দেশের ধনকুবেররা। ‘আইএস’- এর নৃশংসতম জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রবল সমালোচনা ও প্রতিবাদ ওঠায় তারা এখন অর্থ জোগান অনেক কমিয়ে দিয়েছঅবশ্য এখন তাতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ঐ সব ধনী দেশ ও ব্যক্তিদের নিকট থেকে যে পরিমাণ অর্থ পেতো তার চেয়ে অনেক অনেক বেশী অর্থ তারা এখন চোরাচালান, চাঁদাবাজি, ব্যাঙ্ক-লুট ও মানুষ পাচার করে উপার্জন করছে।   
‘আইএস’ যে  পথে অর্থ সংগ্রহ করছে তার চেয়ে  বেআইনী, অনৈতিক, নিকৃষ্ট ও  জঘন্য পথ আর কিছু নেই। ‘আইএস’ – এর এভাবে অর্থ উপার্জন করার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার ধ্বনিত হচ্ছে চারিদিকে। এর পাশাপাশি এ প্রশ্নও উঠছে যে ‘আইএস’ অনুসৃত এই  পথ ইসলাম সম্মত কি না? মুসলিম বুদ্ধিজীবীরা এবং এমনকি  মুসলিম সমাজের ধর্মীয় নেতাদের [উলামা] একাংশ বলছেন যে ইসলাম চাঁদাবাজি, চোরাকারবারি, মানুষ পাচার, ব্যাঙ্ক লুট প্রভৃতি কাজকে সমর্থন তো করেই না, বরং এসব কাজের বিরুদ্ধে ইসলামে কঠোর শাস্তির বিধান রয়েছে।এই বক্তব্যের উপর আবার সীলমোহর লাগিয়ে দিচ্ছেন অমুসলিম দেশ ও অমুসলিম সমাজের অধিকাংশ রাষ্ট্রনায়কগণ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের অনেকেই। সাধারণভাবে এমনিতেই অধিকাংশ মানুষের বিশ্বাস যে কোনো ধর্মই এমন জঘন্য পথে অর্থোপার্জন করাকে সমর্থন বা অনুমোদন করে না। আর মুসলমানরা তো একেবারেই অন্ধভাবে বিশ্বাস করে যে  ইসলাম হলো শান্তির ধর্ম এবং এর মত ভালো ধর্ম আর নেই। তাই স্বতঃসিদ্ধভাবে এই মিথটাকেই সত্যি বলে ধরে নেওয়া হচ্ছে যে, ‘আইএস’ যে পথে অর্থোপার্জন করছে তা সম্পূর্ণ অনৈস্লামিক।  
কিন্তু রাষ্ট্রনায়ক বা বুদ্ধিজীবীরা সব সময় সত্যি বলেন এমন নয়। বহু ক্ষেত্রেই তাঁরা নিজেদের কিংবা বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির জন্যে মিথ্যার বেসাতি করতে দ্বিধা করেননা। এমনকি ইতিহাসকে বিকৃত করতেও দ্বিধা করেন না। তাঁরা ‘আইএস’-দের প্রসঙ্গে যা বলছেন বা ইসলাম সম্পর্কে  দরাজ হাতে যে সব শংসাপত্র দিচ্ছেন তা যে  সঠিক ও সত্যি তার সপক্ষে তারা কোনো প্রমাণ দিচ্ছেন না। দেবেন কী করে? কারণ, সত্যিটা যে ঠিক তার বিপরীত।সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা এ কথা শুনে ভীষণ হতাশ হবেন ও দুঃখ পাবেন ঠিকই, কিন্তু এটাই হলো বাস্তব ও সত্যি। সাধারণভাবে মুসলমানদের বিশ্বাস যে ইসলাম হলো শান্তি, সাম্য, সহিষ্ণুতা ও ক্ষমার ধর্ম যা নিয়ে তাদের গর্বের অন্ত নেই। তাই তাদের দৃঢ় বিশ্বাস যে,  ‘আইএস’ যে পথে অর্থোপার্জন করছে তা ইসলাম একদম অনুমোদন করে না এবং ‘আইএস’-এর কার্যকলাপে ইসলামের বদনাম হচ্ছে, ইসলামকে কালিমালিপ্ত করছে ওরা। ধর্মপ্রাণ মুসলিমরাই শুধু নয়, এই ধারণা ও বিশ্বাস অধিকাংশ অমুসলিমদের মধ্যেও লক্ষ্য করা যায়। কিন্তু মুশকিল হলো বিশ্বাস ও বাস্তবের মধ্যে এবং ধারণা ও তথ্যের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। ইসলামের ইতিহাস, কোরান-হাদিস ও মুহাম্মদের জীবনী বলে সম্পূর্ণ অন্য কথা। প্রকৃত ঘটনা হলো ইসলাম শান্তি, সাম্য, সহিষ্ণুতা ও ক্ষমার ধর্ম বলে যে প্রচার করা হয় তা সম্পূর্ণ মিথ ও একেবারেই সত্যের বিপরীত।স্বভাবতই এটা মোটেই সত্যি নয় যে ‘আইএস’ যে পথে অর্থোপার্জন করছে তা ইসলাম অনুমোদন করে না শুধু মুহাম্মদের জীবনকেই যদি সামান্য একটু পর্যালোচনা করে দেখা হয় তাহলেই এই নির্মম সত্য ছবিটা দৃষ্টিগোচর হয় তাই প্রকৃত সত্যিটা জানা দরকার। আর তারজন্য এবার আমাদের মুহাম্মদের জীবনের উপর  একটু আলোকপাত করতে হবে।
মুহাম্মদ মক্কায় তাঁর ধর্ম প্রতিষ্ঠায় চূড়ান্ত ব্যর্থ হয়ে ৬২২ খৃষ্টাব্দে যখন মদিনা যান তখন আর্থিক দিক দিয়ে তিনি ছিলেন সম্পূর্ন নিঃস্ব। তিনি তখন এতোটাই  নিঃস্ব  ছিলেন যে তাঁঁর নিজের গ্রাসাচ্ছাদন করার সঙ্গতিও ছিলো নামদিনার মুসলমানরা তাই তাঁর গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেন। সেই মুহাম্মদ মাত্র কয়েক বছরেই ধনবান হয়ে ওঠেন। কোন জাদু-মন্ত্রে সম্ভব হয়েছিলো এটা? তাঁর নিজের যে ভরণপোষণের সামর্থ ছিলো না এবং মাত্র কয়েক বছরেই বিপুল বৈভবের মালিক হয়ে উঠেছিলেন তা বানানো কোনো গল্প বা অতিরঞ্জিত বর্ণনা নয়কোরান, হাদিস ও ইসলামের ইতিহাসে তার উজ্জ্বল প্রমাণ রয়েছে। সেই প্রমাণগুলির প্রতি এবার চোখ বুলানো যাক।
এ ইতিহাস সর্বজনবিদিত যে মুহাম্মদ খাদিজা সূত্রে প্রাপ্ত বিপুল ধন-সম্পদ ত্যাগ করে খালি হাতে মদিনায় গিয়ে উঠেছিলেন। ফলে মদিনায় তাঁকে প্রবল অর্থকষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হতো। আর্থিক সংকট এতোটাই তীব্র আকার নিয়েছিলো যে তার প্রভাবে তাঁর দাম্পত্যজীবন বিষাক্ত হয়ে ওঠে। দাম্পত্যকলহ এমন মাত্রায় পৌঁছে  যায় যে তিনি একবার এক মাস যাবৎ স্ত্রীদের থেকে দূরে সরে গিয়ে মসজিদে থাকতে বাধ্য হন। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অসন্তুষ্ট স্ত্রীদের মুখ বন্ধ করার জন্যে তাঁদের তালাক দেবার ভয় দেখাাতেও  দ্বিধা করেন নি।মুহাম্মদের দাম্পত্য জীবনের সেই বিশ্রী ও বিব্রতকর ঘটনার স্পষ্ট বিবরণ পাওয়া যায় কোরানের মধ্যেই। এ প্রসঙ্গে কোরানের একটি ভাষ্য হলোঃ   “হে নবী ! তুমি তোমার স্ত্রীদের বলো – তোমরা যদি পার্থিব জীবনের ভোগ ও বিলাসিতা কামনা করো, তবে  এসো, আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই, এবং সৌজন্যের সঙ্গে বিদায় দিই।”  [সুরা আহযাব, ৩৩/২৮] কেন মুহাম্মদ তাঁর স্ত্রীদের তালাক দেওয়ার ভয় দেখিয়েছিলেন? এর স্পষ্ট ব্যাখ্যা রয়েছে কোরানের তফসীরেতফসীরে বলা হয়েছে – “হজরত স্বীয় পত্নীগণ হইতে বিচ্ছিন্ন হইয়াছিলেন ও শপথ করিয়াছিলেন যে, এক মাস কাল তাহাদের সঙ্গ করিবেন না, কারণ এই যে, তাঁহারা তাঁহার সাধ্যাতীত বস্ত্রাদি প্রার্থনা করিতেছিলেন। এয়মনের বিচিত্র বসন ও মেসরের পট্ট-বস্ত্র, এবং এইরূপ অন্যান্য সামগ্রীর প্রতি তাঁহাদের লোভ হইয়াছিল। এই সকল হজরতের হস্তায়ত্ত ছিল না। তিনি তাঁহাদের কর্তৃক উত্যক্ত হইয়া তাঁহাদের সঙ্গ পরিত্যাগ করেন, এবং এক মসজ্বেদে গিয়ে বসিয়া থাকেন, ঊনত্রিশ দিবসের পর তিনি এই আয়াত প্রাপ্ত হন।” [দ্রঃ গিরিশচন্দ্র সেনের কুরআন শারীফ] মুহাম্মদের এই আর্থিক দৈন্যতার করুণ বর্ণনা পাওয়া যায় হাদিসেও।  যুবাইর ইবনে হরব [রঃ} বর্ণিত একটি হাদিস এ প্রসঙ্গে বলছে  – “ওমর ইবনে খাত্তাব [রাঃ] বলেন, যখন রাসূলে পাক [সঃ] তাঁর স্ত্রীদের নিকট হতে সাময়িকভাবে পৃথক হয়ে গেলেন। তখন আমি মসজিদে নববীতে  প্রবেশ করে দেখতে পেলাম যে, লোকজন হাতে কঙ্কর নিয়ে নাড়াচাড়া করছে। তারা পরষ্পর আলোচনা করিতেছিল যে, রাসূলে পাক [সঃ] তাঁর  স্ত্রীদের  তালাক প্রদান করেছেন। ... আমি রাসূলে  পাক [সাঃ] – এর নিকট এইবার প্রবেশ করলাম। তিনি তখন খেজুর পত্র নির্মিত একটি চাটাইয়ের উপর কাত হয়ে শায়িত ছিলেন। আমি তাঁর নিকট গিয়ে বসে পড়লাম। তিনি তাঁর  চাদরটি স্বীয় দেহের উপর টানিয়া দিলেন। তাছাড়া তাঁর পরিধানে তখন অন্য কাপড় ছিল না। তাঁর বাহুতে চাটাইয়ের দাগ বসে গিয়েছিলআমি তখন রাসূলে পাক [সঃ] – এর কক্ষস্থিত মাল-সামানের দিকে লক্ষ্য করছিলাম। সেখানে আমি একটা পাত্রে একছা’ পরিমাণ যব দেখতে পেলাম। আর সলমের কিছু পাতা [যা দিয়ে চামড়া রঙ করা হয়] কামরার এক কোণে পড়ে থাকতে দেখলাম। আরও দেখলাম যে, একখানি চামড়া যা পাকানো ছিল না, তা ঝুলন্ত অবস্থায় ছিল। এসব দেখে আমার দু চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেল।” [মুসলিম শরীফ, সোলেমানিয়া বুক হাউস, ঢাকা, হাঃ নং ৩৩৫৬]  কোরান ও হাদিস থেকে উদ্ধৃত এই দুটি বর্ণনা থেকে যে চিত্রটি ফুটে উঠেছে তা থেকে স্পষ্টতঃই বোঝা যায় মুহাম্মদের আর্থিক অবস্থা কতো করুণ ও শোচনীয় ছিলো। বর্ণনার অতীত এই দীন-দরিদ্র মানুষটি ৭/৮ বছরেই বিশাল ধনী হয়ে উঠেছিলেন কতো বড়ো ধনী হয়ে উঠেছিলেন এবং তাঁর  সম্পদ এতো বিপুুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যে তা আন্দাজ করা সাধ্যাতীত ব্যাপার। তবে তিনি যে আক্ষরি অর্থেই বিরাট ধনবান হয়ে উঠেছিলেন তা তাঁর জীবনের নানা ঘটনা থেকে বোঝা যায়।
পর্যাপ্ত ভরণপোষণের দিতে না পারার জন্যে এক সময় যে মুহাম্মদকে একদা স্ত্রীদের প্রবল ক্ষোভেের মুখে পড়তে হয়েছিলো সেই  তিনিই প্রত্যেক স্ত্রীকে আলাদা আলাদা ঘর তৈরী করে দিয়েছিলেন। তাঁর স্ত্রীদের সংখ্যা ঠিক কতো ছিলো তা নিয়ে প্রবল মতভেদ আছে। তবে এটা নিয়ে  কোনো সংশয় নেই যে, তাঁর মৃত্যুর সময় নয় জন স্ত্রী জীবিত ছিলেন। তবে আর একটি মত হলো যে ন’জন নয়,  ছিল এগারো জন। সুতরাং এটা স্পষ্ট  যে  তাঁর হারেমে স্ত্রীর সংখ্যা ছিলো নয় বা এগারোর চেয়ে আরো বেশী, কেননা তিনি বিয়েে করেছিলেন এগারো অপেক্ষা অধিক সংখ্যাায় এবং তাঁর অনেক দাসদাসী ও উপপত্নীও ছিলো। এহেন একটা বিশাল পরিবারের সকলের ভরণপোষণ ও বাসস্থান করতে হলে  বহু অর্থের প্রয়োজন হয় তা সহজেই অনুমেয়। মুহাম্মদ তাঁর বিদায় হজে একশোটা উট কোরবানি দিয়েছিলেন। সেবার তিনি তাঁর সকল স্ত্রীদেরও সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁদের হজ শিক্ষা দেওয়ার জন্যে। যে মানুষটা সপরিবারে হজ সম্পন্ন করবার জন্যে এমন এলাহি কর্মকান্ড  করতে পারেন  তিনি যে  বিশাল ধনী ছিলেন তা বলা বাহুল্য৬৩০ খৃষ্টাব্দে মুহাম্মদ হজ করার অছিলায় অতর্কিতে মক্কা আক্রমণ করে মক্কা জয় করেনসে বছর তিনি দশ হাজার সৈন্য সঙ্গে নিয়ে যান।এই ঘটনাটিও প্রমাণ করে যে মুহাম্মদ  বিপুল ধন-সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন। এখন প্রশ্ন হলো, দারিদ্রের কশাঘাতে ধুঁকতে থাকা মুহাম্মদ এতো অল্প অসময়ে কীভাবে এতো বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন? কোনো রাজা বাদশা কি তাঁকে তাঁর ধর্ম প্রচারের জন্যে এতো অর্থ দান  করেছিলেন? না। তিনি কি মোটা অঙ্কের অর্থ কুড়িয়ে পেয়েছিলেন? না। তিনি কি লটারী জিতেছিলেন? না। তিনি কি ব্যবসা করে প্রচুর মুনাফা করে ধনী হয়েছিলেন? না। তবে কীভাবে তিনি রাতারাতি ফকির থেকে বাদশা বনে গিয়েছিলেন? এর উত্তর রয়েছে ইতিহাস এবং কোরান ও হাদিসের পাতায় পাতায়। সেই পাতাগুলির উপর এবার চোখ রাখা যাক।
ইসলামের ইতিহাসে সর্বাধিক পরিচিত জিহাদ বা যুদ্ধটি হলো বদর যুদ্ধ। কিছুদিন হলো মুহাম্মদ মদিনায় এসেছেন ইসলাম ধর্ম প্রাচারের জন্যে। তখন তীব্র আর্থিক কষ্ট চলছে। এমন সময় খবর পেলেন যে, মক্কার কোরেশদের একজন বিশিষ্ট ধনী ব্যক্তি, আবু সুফিয়ান, সিরিয়া গিয়েছেন বাণিজ্য করতে এবং তাঁর সঙ্গে রয়েছে একটি বেশ বড়ো বণিক দল। তিনি ঠিক করলেন সেই বণিক দলটিকে লুট করবেন। সেই উদ্দেশ্যে তিন শতাধিক শিষ্য নিয়ে গিয়ে বদর নামক একটি স্থানে গিয়ে পথের ধারে ওৎ পেতে রইলেন। আবু সুফিয়ান এ খবর পেয়ে অন্য পথ ধরে মক্কায় ফিরে যান। এদিকে মক্কার লোকেরা আবু সুফিয়ায়ানকে রক্ষা করতে পৌঁছে যায় বদর প্রান্তে যার অদূরে মুহাম্মদ দলবল নিয়ে ওৎ পেতেছিলেন। ফলে তাদের সঙ্গে মুহাম্মদের দলবলের যুদ্ধ বেধে যায়। সেই যুদ্ধে মুহাম্মদ অবিশ্বাস্য জয় পেয়ে যান। যুদ্ধে কোরেশদের ৭০জন  নিহত ও ৭০জন মুহাম্মদের হাতে বন্দি হয়েছিলেন। কোরেশদের ফেলে যাওয়া অর্থ ও জিনিসপত্র মুহাম্মদ লুট করে নেন। এবং পরে মোটা অংকের মুক্তিপণ নিয়ে বন্দি কোরেশদের মুক্তি দেন, যদিও দু'জন বন্দিকে শিরচ্ছেদ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। যুদ্ধে মুহাম্মদের হাতে বলতে গেলে এক লহমায় বহু অর্থ চলে আসে যা তিনি স্বপ্নেও ভাবতে পারেন নি।
বিধর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, তাদের ভীত সন্ত্রস্ত করা ও তাদের হত্যা ও লুট করে মোটা অর্থোপার্জন করা – এটাকেই একমাত্র পথ হিসেবে বেছে নেন মুহাম্মদ বদর যুদ্ধে অভাবনীয় জয় পাওয়ার পর। মদিনায় ইহুদীদের তিনটি গোষ্ঠী বাস করতো যারা ইসলাম ধর্ম গ্রহণের আবেদনকে প্রত্যাখান করেছিলোতাই তাদের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে মুহাম্মদ তাদের  একে একে  মদিনা থেকে নির্বাসিত করে 
তাদের বিশাল পরিমাণ বিষয় সম্পত্তি ও ধন-দৌলত তিনি গ্রাস করে নেন। অবশ্য প্রতি ক্ষেত্রেই তিনি একটি মিথ্যে অভিযোগ [যদিও তা তুচ্ছ] খাড়া করেছিলেন তাদের বিরুদ্ধে।দুটি গোষ্ঠীকে খালি হাতে মদিনা থেকে নির্বাসিত করার পর সর্বশেষ যে গোষ্ঠীর [বানু কুরাইজা]  উপর আক্রমণ সংগঠিত করেছিলেন এবং তাদের সমস্ত পুরুষ মানুষদের যেভাবে হত্যা করেছিলেন তার মতো নৃশংস ঘটনা ইতিহাসে বিরল। তাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা দোষারোপ করে যে সাজানো বিচার করেছিলেন তার রায়ে শাস্তি ছিলো তিন রকমের। কী সে রায় ছিলো তা দেখা যাক একজন মুসলিম ঐতিহাসিকের বিবরণ থেকেই। তিনি লিখেছেন, "মুসলমানদিগের সহিত সন্ধির শর্ত ভঙ্গ করার দরুন সমুদয় ইহুদী পুরুষদিগের প্রাণদন্ড হইবে, স্ত্রীলোক এবং বালক-বালিকাগণ দাস-দাসীরূপে পরিগণিত হইবে এবং ইহুদীদিগের সকল সম্পত্তি মুসলিম সৈন্যদিগের মধ্যে ভাগ করিয়া দেওয়া হইবে।” [ বিশ্বনবী, গোলাম মোস্তফা, পৃঃ ২০৫] এখানে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটে। তা হলো এই যে, মুহাম্মদ নিজেই পুরুষ ইহুদীদের [৭০০/৮০০ জন] শিরচ্ছেদ করার পৈশাচিক প্রক্রিয়ার তত্ত্বাবধান করেছিলেন। এই বর্বরতম ঘটনাটিকে মুসলিম ঐতিহাসকরাও অস্বীকার করতে বা চাপা দিতে পারেন নি।বিধর্মীদের উপর অতর্কিতে আক্রমণ করা, তাদের নির্বিচারে হত্যা করা, তাদের যাবতীয় বিষয়-আশয় ও ধন-দৌলত লুট করা, এ রকম ঘটনা মুহাম্মদ তাঁর নিজের জীবনে কতবার ঘটিয়েছেন তার সঠিক তথ্য  বা সংখ্যা পাওয়া খুব মুসকিল। 
সংখ্যাটা কতো হতে পারে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। তবে সংখ্যাটা ৭০ থেকে  ১০০-এর মধ্যে হওয়ার সম্ভাবনা সর্বাধিক। এসব অতর্কিত সশস্ত্র হানায় তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন বা নেতৃত্ব করেছিলেন এমন অভিযানের সংখ্যা ১৭ থেকে ৪৩টি। মুসলিম ঐতিহাসিক ড. ওসমান গণি লিখেছেন ৪৩টি অভিযানে মুহাম্মদ অংশ নিয়েছিলেন। [দ্রঃ মহানবী, পৃঃ ৩৯৫,৩৯৬]  মুহাম্মদের জীবদ্দশায় যতগুলি অভিযান বা আক্রমণের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনাই উল্লেখ করার  মতো।  এখানে আর মাত্র  দুটি ঘটনার উল্লেখ করবো  ঘটনা দুটি সংক্ষেপে নীচে বর্ণনা করা হলো।   
ইসলামের ইতিহাসে বানু মুস্তালিকের যুদ্ধটিও যথেষ্ট পরিচিত। ৫ম হিজরিতে অর্থাৎ ৬২৭ খৃস্টাব্দে মুহাম্মদ এই অভিযানটি সংগঠিত করেন। এই অভিযান সম্পর্কে হাদিসেও অনেক তথ্য পাওয়া যায়। ইরানের প্রখ্যাত লেখক আলি সিনা ‘Understanding Muhammad’ গ্রন্থের ২৮ পৃষ্ঠায়  শাহী বুখারী থেকে এই ঘটনাটি সম্পর্কে একটি হাদিস উদ্ধৃত করেছেন। সেটি এরূপঃ “The Prophet had suddenly attacked Banu Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives; the Prophet got Juwairiya on that day. Naïf said that Ibn Omar had told him that above narration and that Ibn Omar was in that army.”  ঐ হিংসাত্মক আক্রমণের ঘটনায় কতজন নারী ও শিশুদের বন্দি করে ক্রীতদাস-দাসী বানিয়ে এবং কত সম্পদ লুঠ করে মুহাম্মদ মদিনায় নিয়ে গিয়েছিলেন তার বর্ণনাও হাদিসে লিপিবদ্ধ রয়েছে। আলি সিনা  তাঁর উক্ত গ্রন্থে ২৯ পৃষ্ঠায় সেরূপ একটি হাদিসটি উদ্ধৃত করেছেন।  হাদিসটি হলো “600 were taken prisoners by the Muslims. Among the booty there were 2,000 camels and 5000 goats.[Sahih Bukhari, Vol.3, Book 46, Number 717] প্রসঙ্গতঃ উল্লেখ্য যে মুসলিমরা মুহাম্মদ ও জারিয়ার বিয়ের ঘটনাকে মুহাম্মদের একটি মহানুভবতা ও উদারতার ঘটনা হিসেবে পরিবেশন করেনতাঁরা বলেন, ইহুদীরা মুহাম্মদের সঙ্গে শত্রুতা করলেও মুহাম্মদ জারিয়াকে বিয়ে করে  ইহুদীদের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে দ্বিধা করেন নি। মিথ্যার বেসাতি আর কাকে বলে!   
মদিনা থেকে ৯০/১০০ মাইল দূরে খায়বার ছিলো একটি ইহুদীদের আর একটি বসতি। এই অঞ্চলটি ছিলো খুবই আর্থিক দিক থেকে খুবই সমৃদ্ধ অঞ্চল। মদিনার ইহুদীরা মুহাম্মদের দ্বারা নির্বাসিত হয়ে অনেকেই খায়বারে গিয়ে বসবাস শুরু করে। খায়বারের ধন-সম্পদ লুট  এবং মদিনা থেকে নির্বাসিত ইহুদিদের শায়েস্তা করতে মুহাম্মদ খায়বার আক্রমণ করেন। বলা বাহুল্য যে সেই আক্রমণও ছিলো সহসা, একদিন অতি প্রত্যুষে খায়বারের মানুষরা দেখলো যে মুহাম্মদের নেতৃত্বে মুসলমানদের বিরাট বাহিনী তাদের ঘিরে ফেলেছে। Sirat Rasul Allah গ্রন্থ থেকে এই আক্রমণের ঘটনার বর্ণনাকে উদ্ধৃত করেছেন আলি সিনা তাঁর উক্ত গ্রন্থের ৩৩ পৃষ্ঠায়।  বর্ণনাটি এরূপঃ “Ibn Ishaq in his narration of the conquest of Jewish town Khaibar reports that Muhammd, without warning, attacked this fortress town and killed its unarmed people as they were fleeing. Among the captured was Kinana. Kinana al-Rabi who had the custody of the treasure of Banu Nadir, was brought to the apostle who asked him about it. He denied that he knew where it was. A Jew came, [Tabari a says, ‘was brought’] to the apostle and said that he had seen Kinana going to a certain ruin every morning early. When the apostle said Kinana, ‘Do you know that if we find you have it [the treasure] I shall kill you? He said, ‘Yes.’
The apostle gave orders to that the ruin was to be excavated and some of the treasures were found. When he asked him about the rest [of the treasures?] he refused to produce it, so the apostle gave orders to al-Zubayr Al-Awwam, ‘Torture him until you extract what he has..’ So kindled a fire with flint and steel on his chest until he was nearly dead. Then the apostle delivered him to Muhammad b. Maslama and he struck off his head, in revenge for his brother Mahmud” বিধর্মীদের উপর মুহাম্মদ এই সমস্ত বর্বর আক্রমণ ও হত্যাকান্ড  ইসলাম ধর্মের ও প্রচার বা প্রসারের উদ্দেশ্যে করতেন এমনটা  নয়। তাঁর উদ্দেশ্য ছিলো প্রধানতঃ লুঠতরাজ করা।  আলি সিনা তাঁর ঐ বইয়ের ২৯ পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করে এটা দেখিয়েছেন।  সেই হাদিসটি হলো -  Ibn Aun reported: I wrote to Nafi inquiring from him whether it was necessary to extend [to the disbelievers] an invitation to accept [Islam] before meeting them in fight. He wrote [in reply] to me that it was necessary in the early days of Islam. The messenger of Allah [may peace be upon him] made a raid upon Banu Mustaliqu while they were unaware and their cattle were having a drink at the water. He killed those who fought and imprisoned others”  [Shahi Muslim Book 019, Number 4292] 
মুহাম্মদের জীবনের ইতিহাস আমাদের সকলকে যেভাবে চমকে দেয় তার তুলনা ইতিহাসে বিরল।বস্তুত ইসলামের ইতিহাসকে অনেকগুণ ছাপিয়ে গেছে মুহাম্মদের জীবনের নিজস্ব ইতিহাস।  উপরে মুহাম্মদের জীবনের সামান্য যে কয়েকটি ঘটনার বর্ননা করা হয়েছে তা তাঁর সেই অতি দীর্ঘ ও ব্যাপক বিস্তৃত জীবনের তুলনা করলে সিন্ধুতে বিন্দু সদৃশ হবে। তবুও  সামান্য এই কয়েকটি ঘটনা থেকেই এটা বুঝতে অসুবিধা হয় না যে, মুহাম্মদ ও ইসলাম সম্পর্কে যা যা প্রচার করা হয় তা কতো বড়ো মিথ এবং মিথ্যেয় ঠাসা। বুঝতে অসুবিধা হয় না এটাও যে, যে পথ ধরে ‘আইএস’ [IS] তথা ‘ইসলামিক স্টেট’ আজ বিশ্বের সবচেয়ে ধনী জঙ্গি গোষ্ঠী হতে পেরেছে, সে পথটি মোটেই তাদের নতুন আবিষ্কার নয়। এ পথের আবিষ্কর্তা স্বয়ং মুহাম্মদ। এ পথ ধরেই তিনি তাঁর মদিনার জীবনের প্রবল আর্থিক সংকটের সমাধান খোঁজা শুরু করেন একদিনআর এ পথেই পেয়েছিলেন সংকট সমাধানের আশাতীত সাফল্যওতারপর আর পিছন ফিরে তাকান নি। এ পথটাকেই তিনি তাঁর নিজের জন্যে এবং জিহাদের জন্যে তহবিল সংগ্রহ করার জন্য প্রধান পথ হিসেবে অবলম্বন করেছিলেন। সেই তখন থেকেই জিহাদের নিমিত্ত চুরি, ডাকাতি, রাহাজানি, লুটপাট, অপহরণ, হত্যা, মাল পাচার, মানুষ পাচার  প্রভৃতি কার্যকলাপ ইসলামে বৈধ। 

Wednesday, September 17, 2014

দেশদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত আহমদ হাসান ইমরান কি ধর্মের সুড়সুড়ি দিয়ে পার পেয়ে যাবে ?



তৃণমূলের রাজ্যসভার সদস্য আহমদ হাসান ইমরানের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ  উঠেছে  এর আগেই সারদা কেলেঙ্কারীর সঙ্গে যোগসাজসের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । ইডির [ইনফোর্সমেন্ট ডিরেক্টর] তদন্তকারী আধিকারিকরা তাঁকে ইতিমধ্যেই এই বিষয়ে দু দুবার জিজ্ঞাসাবাদও করেছেন সারদা-কেলেঙ্কারী হলো পশ্চিমবঙ্গের ইতিহাসে এ যাবৎ সবচেয়ে বৃহৎ  অর্থনৈতিক কেলেঙ্কারী । ভারতের  সবচেয়ে কুখ্যাত এই চিটফান্ড সংস্থাটি বেশী সুদের লোভ দেখিয়ে প্রায় দশ হাজার কোটি টাকা সংগ্রহ করে প্রায় ১৭ লক্ষ লোককে পথে বসিয়েছে । সেই সারদা গ্রপের কর্ণধার সুদীপ্ত সেন তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের মুখে জানিয়েছেন যে আহমদ  হাসান ইমরানও সারদা গ্রুপের সঙ্গে জড়িত এবং তিনিও যারা সারদা গ্রপের থেকে কোট কোটি টাকা অয়াত্মসাৎ করে সারদাকে ডুবিয়েছে তাদের মধ্যে একজন ।  সংবাদে প্রকাশ যে, ইমরানের বিরুদ্ধে তোলা সুদীপ্তর   একট বড়ো অভিযোগ  হলো,  ১৫ কোটি টাকায় ইমরান তাঁর ‘কলম’ পত্রিকাটি তাঁকে বিক্রি করে দেওয়ার পরেও কাগজটার মালিকানা  হস্তান্তর করেন নি । খবরে প্রকাশ যে, ইডির আধিকারিকদের   প্রশ্নের জবাবে ইমরান যা বলেছেন তার মধ্যে প্রচুর অসামঞ্জস্য ও গড়মিল পাওয়া গেছে । তবে   না কি স্বীকার করেছেন যে তিনি ‘কলম’ পত্রিকা বিক্রি বাবদ সুদীপ্তর কাছ থেকে দশ কোটি টাকা নিয়েছেন । ইমরানের সম্পর্কে যে সব খবর প্রকাশিত হচ্ছে তাতে এটা দেখা যাচ্ছে যে তিনি একদিকে সুদীপ্তর চিটফান্ড ব্যবসার সঙ্গে যুক্ত থেকে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে তাঁদেরকে পথে বসিয়েছেন, তিনিই আবার সুদীপ্তর সঙ্গে প্রতারণা করে কোটি কোটী টাকা আত্মসাৎ করেছেন । যাকে বলে বাটপাড়ি,  ইমরান ঠিক তাই করেছেন সুদীপ্তর সঙ্গে   ইমরান বহুদিন ধরে  চেষ্টা করে তাঁর একটা উজ্জ্বল ভাবমূর্তি গড়ে  তুলতে সক্ষম হয়েছিলেন মুসলিম সমাজের কাছে । সেই সুবাদে এতদিন তাঁর পরিচয় ছিলো যে, তিনি হলেন মুসলিম  সমাজের কল্যাণে নিয়োজিত ও আত্মোৎসর্গকারী একজন সৎ, পরিচ্ছন্ন  ও স্বচ্ছ ভাবমূর্তির মানুষ  ইমরানের এই ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করে তোলেন মমতা ব্যনার্জী তাঁকে রাজ্যসভার সাংসদ  নির্বাচিত করে ।  ইমরানের চোখ ঝলসানো এই উজ্জ্বল ভাবমূর্তি যে আদৌ সত্যি নয়, তা যে কেবলই কাঠ, কঞ্চি ও খড়ের কাঠামোর উপর কাদা রঙ তুলি শাড়ি গয়না দিয়ে তৈরী করা  দূর্গা প্রতিমার মিথ্যে  চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য মাত্র তা ধরা পড়ে যায় এক লহমায় এই সেদিন সারদা কেলেঙ্কারীর ধাক্কায় ।  পশ্চিমবঙ্গের মানুষ  সেদিন জানতে পারলেন  যে  ঈমানদার মুসলমানের লেবাসের মুখোসের আড়ালে  থাকা লুকিয়ে থাকা ইমরান আসলে  একজন ঠগ,  চোর ও প্রতারক বৈ নয় কিন্তু তখনও কি কেউ কল্পনা করতে পেরেছিলো  যে ইমরান শুধু  চোর, প্রতারক ও বাটপাড়ই নয়, তিনি একজন দেশদ্রোহী ও ভারতের শত্রুও  বটে ।  হ্যাঁ, ইমরানের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগটি নিয়েই দু দেশ – ভারত ও বাংলাদেশ -  এখন তোলপাড় ।

সারদার বিশাল অঙ্কের টাকা  সুদীপ্ত বিদেশে পাচার করেছেন – মারাত্মক এই  আশঙ্কা ও অভিযোগটি যে সত্যি তা ক্রমশঃ স্পষ্ট হয়ে উঠে সারদা কেলেঙ্কারী নিয়ে সিবিআই  তদন্ত শুরু করার পর থেকে ।  কিন্তু বোধ হয় কষ্মিনকালেও কেউ চিন্তাও করে নি যে, সেই পাচারের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দল ও তাদের কোনো সাংসদের যোগ বা সম্পৃক্ততা থাকতে পারে । কিংবা কেউ এমনটিও কল্পনাও করতে পারে নি যে, সারদার টাকা কোনো সন্ত্রাসবাদী দলের হাতে যেতে পারে যাদের কাছে  সুস্পষ্ট রূপে ভারত  একটি  শত্রু দেশ ।  হ্যাঁ, কল্পনাতীত এমন একটা অভিযোগই সামনে এসেছে সারদার কর্ণধার  সুদীপ্ত ও তৃণমূল সাংসদ আহমদ হাসান ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বাংলাদেশের  জামাত-ই-ইসলামের তহবিলে সারদার কোটি কোটি টাকা পাঠানো হয়েছে সে দেশের সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে সংগঠিত হওয়া  হিংসাত্মক ও ধ্বংসাত্মক আন্দোলনকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে   বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এরূপ দাবি করেছে বলে সংবাদে প্রকাশ এই সংস্থা আরো  দাবি করেছে যে সারদার বিপুল অঙ্কের টাকা জামাত ও তার অঙ্গ সংগঠনগুলির হাতে গিয়ে পৌঁছেছে ঐ সাংসদ আহমদ হাসান ইমরানের মাধ্যমে ।
বাংলাদেশের জামাতি ইসলাম একটি জঙ্গিবাদী রাজনোতিক দল । বাংলাদেশে শরিয়তি রাষ্ট্র স্থাপন করা তার প্রধান উদ্দেশ্য । সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করলেও এই দলটি সংসদীয় রাজনীতিতে বিশ্বাসী নয়, বিশ্বাসী একমাত্র পবিত্র যুদ্ধ তথা  জিহাদেসন্ত্রাসবাদী কর্মকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশে শরিয়িতি রাষ্ট্র স্থাপনের  জন্যে তাই এই দলটি বিভিন্ন নামে  বাংলাদেশে জঙ্গি সংগঠন পরিচালনা করে  থাকে । এই দলের নেতারাই বাংলাদেশের মুক্তি যুদ্ধকে দমন ও ধ্বংস করার জন্যে পাক সেনাবাহিনীকে সাহায্য করার উদ্দেশ্যে রাজাকার, আল-বদর ও আল-সামস নামে প্রতিক্রিয়াশীল সংগঠন তৈরী করেছিল । তারা পাক সেনাবাহিনীর  সঙ্গে যৌথভাবে বাংলাদেশের বুকে যে নৃশংস গণহত্যালীলা ও তান্ডবলীলা চালিয়েছিলো ইতিহাসে তা বিরল ঘটনা । সেই বর্বর হত্যাকান্ড ও তান্ডবলীলার বলি হয়েছিলো  ত্রিশ লক্ষ বাঙালি এবং তিন লক্ষ বাঙালি নারীর সম্ভ্রম ।  এ হেন জামাতি ইসলামকে সারদা গ্রুপের কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করতে প্রধান ভূমিকা নিয়েছিলেন ইমরান ।  ইমরান  এই ভূমিকা পালন করেছেন ২০১২-১৩ সালে যখন যুদ্ধাপরাধী ওই জামাত নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রায় গোটা বাংলাদেশ তাদের ফাঁসীর দাবীতে উত্তাল । সেই  উত্তাল গণকন্ঠ ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত, স্তব্ধ ও বাঞ্চাল করার জন্যে তখন জামাতিরা হিংস্র  আন্দোলন পরিচালনা করছিলো । সেই আন্দোলনকে সফল করে তুলতে সারদায় সঞ্চিত লক্ষ লক্ষ গরীব মানুষের আমানতের  টাকা থেকে কোটি কোটি টাকা  ইমরান পৌঁছে দিয়েছিলেন জামাত নেতাদের হাতে ।   বাংলাদেশে গোয়েন্দা রিপোর্টের দাবি যে, শুধু অর্থই নয়, ইমরানের মাধ্যমে অর্থের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও বিষ্ফোরকের বেশ কয়েকট চালানও ভারত থেকে পৌঁছে গিয়েছিলো জামাতের হাতে ।   এও শোনা যাচ্ছে  যে, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জামাত পরিচালিত বেশ কিছু হাসপাতাল, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে সারদার বিপুল পরিমাণ টাকা বেনামে লগ্নি করা হয়েছে এবং সেই টাকাও খরচ করা হয়েছে জামাতের সেই হিংস্র আন্দোলন তথা জ্বালাও-পোড়াও আন্দোলনে ।
সারদার টাকা দুভাবে বাংলাদেশে জামাতের হাতে পৌঁছে দেওয়া হতো বলে খবর পাওয়া যাচ্ছে । বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে - এক). সীমান্ত অঞ্চলে নির্দিষ্ট চক্রের কাছে টাকা পোঁছে দেওয়া হতো  সারদার  এ্যাম্বুলেন্সে করে  এবং দুই). হাওলা ও হুন্ডির মাধ্যমেও সারদার টাকা পাঠানো হতো বাংলাদেশে ।  শুধু অর্থ পাচারই হতো না সারদার এ্যাম্বুলেন্সে, এমনকি বাংলাদেশে হিংসাত্মক আন্দোলনে আহত জামাতের নেতাদের ঐ এ্যাম্বুলেন্সে করেই পৌঁছে দেওয়া হতে এপারে সীমান্তের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে এবং চিকিৎসা শেষে ঐ এ্যাম্বুলেন্সেই আবার তাদের সীমান্তে পৌঁছে দেওয়া হতো । ভয়ঙ্কর এই কাজে  যুক্ত বলে যাদের নাম উঠে আসছে  তারা   তৃণমূল দলের  সঙ্গে যুক্ত ।    
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে যে, পশ্চিমবঙ্গের ২০১১ সালের বিধান সভা নির্বাচনের আগেই বাংলাদেশের জামাতি ইসলামের সঙ্গে তৃণমূল কংগ্রেসের উর্দুভাষী কিছু নেতার ঘনিষ্ঠতা হয়েছিলো এবং জামাতের লোকেরা সেই ভোটে সীমান্ত এলাকায় তৃণমূলের পক্ষে কাজ করেছিলো । সে সময় জামাতি ইসলাম নির্বাচনের কাজে তৃণমূলকে অর্থ দিয়েও সাহায্য করেছিলো । বাংলাদেশে একজন কূটনীতিক এমন কথাও বলেছেন বলে বলে শোনা যাচ্ছে যে, শুধু বিধান সভা নির্বাচনেই নয়, তারও আগে লোকসভা নির্বাচন ও ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও অনুপ্রবেশকারী জামাত নেতা-কর্মীরা তৃণমূলের হয়ে কাজ করেছে ।  তিনি আরো জানিয়েছেন যে, তৃণমূলের ঘনিষ্ঠ মুসলিম নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে আসা জামাতের দুষ্কৃতিদের নানা জায়গায় মাসের পর মাস আশ্রয় দিয়ে রেখেছেন এবং সেই আশ্রয় শিবির এখনও বহাল আছে । গোয়েন্দা রিপোর্টে এও বলা হয়েছে যে, সেই সুসম্পর্ক থেকেই তৃণমূল দলও জামাতি ইসলামকে নানাভাবে সাহায্য করে এসেছে । সে সাহায্য তৃণমূল শুধু সারদার টাকা দিয়েইকরে নি, জামাতকে সন্তুষ্ট করতে  তিস্তা চুক্তি ও সীমান্ত চুক্তিও আটকে দিয়েছিলো এই দুটি চুক্তি আটকে দিয়ে জামাতিরা হাসিনার সরকারকে বিপদে ফেলতে চেয়েছিলো এবং  ভারত যে বাংলাদেশের শত্রু এই মিথ্যেটাকে সত্য বলে প্রমাণ করতে চেয়েছিলো ।  শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এ  অভিযোগ আগেই উঠেছিলো যে তারা মুসলিম মৌলবাদীদের সন্তুষ্ট করতে ইমরানকে রাজ্যসভার প্রার্থী করে জিতিয়ে এনেছিলোএখন তার সঙ্গে যেটা সংযোজিত হলো তা আরও মারাত্মক । অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গের মুসলিম মৌলবাদীদেরই নিয়, ইমরানকে প্রার্থী করার পেছনে বাংলাদেশের জামাতিদের  সন্তুষ্ট করাও তৃণমূলের লক্ষ ছিলো ।   
বাংলাদেশের জামতি ইসলামের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল দলের এই মারাত্মক গোপন আঁতাতের অন্যতম প্রধান যোগসূত্র ইমরান বলে যে অভিযোগ উঠেছে তাকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন  । কিন্তু পারিপার্শ্বিক ঘটনাবলি ও সাক্ষ্য-প্রমাণ থেকে  তাঁর এই সাফাইকে  বিশ্বাসযোগ্য  বলে মনে হয় না । সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে, তিনি রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর পরই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ সারন নয়াদিল্লীকে একটি রিপোর্ট পাঠিয়েছিলেন যাতে  বাংলাদেশের মাটিতে সক্রিয়  ভারত-বিরোধী জঙ্গিগোষ্ঠীগুলির সঙ্গে ইমরানের যোগাযোগের কথা উল্লেখ ছিলো । এই খবর পাওয়ার পর বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছিলো বলে  নবান্ন সূত্রে স্বীকার করা হয়েছে বলে খবর বেরিয়েছে । বাংলাদেশের মুসলিম মৌলবাদী দল, বিভিন্ন সংগঠন ও শক্তিগুলির সাথে ইমরানের যোগাযোগ রয়েছে তার খবর বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে । সে দেশের মুসলিম মৌলবাদীদিরা যেসব সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যম চালায় সেগুলির মধ্যে ‘দিগন্ত’ টিভি ও ‘নয়া দিগন্ত’ সংবাদপত্র বিশেষ উল্লেখযোগ্য ।  বিদেশ মন্ত্রক সূত্রে খবরে প্রকাশ যে, জামাতি ইসলামের অনুসারী   ‘নয়া দিগন্তে’র ভারতীয় প্রতিনিধি হিসেবে ইমরান দীর্ঘদিন  কাজ করেছেন   সেই  কাগজে  ইমরানের বহু লেখাও প্রকাশিত হয়েছে   বিদেশ মন্ত্রক সূত্রে যে তথ্য সামনে এসেছে বলে খবর তাতো আরো চাঞ্চল্যকর ও মারাত্মক ।  সেই তথ্যানুসারে তিনি বাংলাদেশের শ্রী হট্ট অঞ্চল থেকে ১৯৭০-৭১ সালে ভারতে আসেন । তারপর আসাম ও উত্তরবঙ্গ হয়ে কলকাতায় আসেন । তারপর তিনি এ রজ্যে ‘ওয়েষ্ট বেঙ্গল মুসলিম স্টুডেন্টস আ্যাসোসিয়েশন’ নামে একটি মুসলিম মৌলবাদী ছাত্র সংগঠন তৈরী করেন ১৯৭৫-৭৬ সালে । ১৯৭৭ সালের ২৪ শে এপ্রিল আলিগড়ে জন্ম হয়েছিলো যে মুসলিম সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী সংগঠন  ‘সিমি’ [স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া]  তার একজন উদ্যোক্তাও ছিলেন তিনি এবং তিনি সেই সম্মেলন থেকেই ‘সিমি’র পশ্চিমবঙ্গ শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন । পরবর্তী তিন বছর তিনি ঐ পদে বহাল ছিলেন । ২০১১ এর ৯/১১ – এর ভয়ঙ্কর জঙ্গি হানার পর পর কেন্দ্রিয় সরকার সিমিকে নিষিদ্ধ করে । নিষিদ্ধ করা ইস্তক ইমরানই ছিলেন সিমির কর্ণধার । ইমরান সহ এ দেশের মুসলিম মৌলবাদীরা এখনও সন্ত্রাসবাদী এই সংগঠনের উপর থেকে নিষিধাজ্ঞা প্রত্যাহার করার জন্যে সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে ।   অথচ সরকারের কাছে খবর রয়েছে  সিমি এখনও অন্য নামে  সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে । 
ইমরান কলকাতার পার্ক সার্কাসের ১৯ দরগা রোডের অফিস থেকে ১৯৮১ সালে ‘সিমি’র মাসিক মুখপত্র হিসেব ‘কলম’ পত্রিকা বের করা শুরু করেন ।  তাঁর উপর ন্যাস্ত কাজের দায়িত্ব যোগ্যতার সাথে সম্পাদন করার জন্যে তাঁকে সিমির পাশাপাশি আরো বড়ো দায়িত্ব দেওয়া হয় । তাঁকে জেড্ডার ‘ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’ – এর পূর্বাঞ্চলের অন্যতম কর্ণধার হিসেবে নিযুক্ত করা হয় । তারপর সিমির মাসিক মুখপত্র ‘কলম’ পত্রিকা ১৯৯৪ সাল থেকে সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে । পরে সারদার সঙ্গে যোগাযোগ ঘটলে দৈনিকে উন্নীত হয় ‘কলম’ । এই পত্রকাটি  বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে  ধারাবাহিকভাবে খোলাখুলি খবর ও প্রতিবেদন প্রকাশ করেছে । এই কাগজে হাসিনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তাঁর সরকার বাংলাদেশের মাটি থেকে ইসলামকে মুছে দিতে গভীর ষড়যন্ত্র করছে ইসলামবিরোধী বিদেশী শক্তির সঙ্গে হাত মিলিয়ে ।  সেই ষড়যন্ত্র হলো  যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে জামাত ও মুসলিম সমাজের ধর্মীয় নেতাদের  ফাঁসী দিয়ে মুসলিম সমাজকে রক্তশুন্য [আলেমশুন্য] করা । শুধু অভিযোগই নয়, জামাত সেই বিচার প্রক্রিয়াকে বাঞ্চাল করার জন্যে যে খুন-হত্যা-অগ্নি সংযোগ ঘটিয়ে হাসিনার সরকারকে  উৎখাত করার অপচেষ্টা করে যাচ্ছিল তার পক্ষেও নিরবচ্ছিন্নভাবে ‘কলম’ পত্রিকায় এ দেশে জনমত তৈরী করার চেষ্টা করা হয়েছে নগ্নভাবে ।   সমস্ত মুসলিম মৌলবাদী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধী জামাত নেতাদের মুক্তির দাবিতে এ রাজ্যে  পথে নেমেছিলো ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্যে যাতে ভারত সরকার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সে দেশের উপর চাপ সৃষ্টি করে । এই আন্দোলন তৈরি করার ক্ষেত্রে ইমরান ও তাঁর কাগজ মুখ্য ভূমিকা  নিয়েছিলো । বাংলাদেশের ওই যুদ্ধাপরাধী জামাত নেতাদের মধ্যে গোলাম আযম, মতিউর রহমান নিযামি, দেলওয়ার হোসেন সাঈদি, আব্দুল কাদের মোল্লা প্রমুখের অনেকের সঙ্গেই ইমরানের প্রত্যক্ষ যোগাযোগ ছিলো বলে খবরে জানা যাচ্ছে । বাংলাদেশের যুদ্ধাপরাধীন ওই জামাত নেতারা [যাদের মধ্যে একজনে ফাঁসী হয়েছে, একজনে ৯০ বছরের জেল হয়েছে, কারো বিরুদ্ধে মৃত্যুদন্ডের সাজা ঘোষণা হয়েছে]  যে ভারতকেও শত্রু দেশ বলে মনে করে এবং সর্বদা ভারতবিরোধী কর্মকান্ড পরিচালনা করে তা সর্বজন বিদিত ।
দেশের মাটিতে বসে দেশবিরোধী কার্যকলাপে বিদেশের জঙ্গি সংগঠনকে মদত দেওয়া দেশদ্রোহী কাজ । এই অভিযোগ যদি ওঠে কোনো অনুপ্রবেশকারীর বিরুদ্ধে তবে সে অপরাধের মাত্রা বহুগুণ বেড়ে যায় তৃণমূল সাংসদ আহমদ হাসান ইমরানের বিরুদ্ধে সেই অভিযোগই উঠেছে । তিনি এই অভিযোগ অস্বীকার করছেন । আত্মপক্ষ সমর্থনের অধিকার সবার আছে । কিন্তু অভিযোগ অস্বীকার করে তিনি যা বলছেন তা আর এক ধরণের ঘৃণ্য কৌশল ছাড়া কিছু নয়তিনি বলছেন না যে,  তদন্ত হোক, তদন্তের মুখোমুখি হতে আমি প্রস্তুত, অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মাথা পেতে নেবোঘুরিয়ে তিনি পাল্টা অভিযোগ করে বলছেন যে, আমি সংখ্যালঘু বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে  ফাঁসানো হচ্ছে । এটা মুসলিম ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে  সরকারের উপর চাপ সৃষ্টি করার অপচেষ্টা বৈ নয় । এই হীন  প্রয়াস তিনি শুরু করেছেন যাতে তাঁর বিরুদ্ধে ওঠা দেশদ্রোহীতার সমস্ত অভিযোগ  ধামাচাপা পড়ে যায় ।  তাঁকে বাঁচানোর জন্যে প্রত্যাশিতভাবেই তাঁর পাশে দাঁড়িয়েছে শাসক দল এবং এ রাজ্যের মুসলিম মৌলবাদী নেতৃবৃন্দ, মুসলিম সাম্প্রদায়িক সংগঠনগুলি  এবং  মুসলিম বুদ্ধিজীবীদের একাংশ । তাঁরাও তারস্বরে চিৎকার করে ইমরানের সঙ্গে গলা মেলাচ্ছেন । এই মৌলবাদী নেতৃবৃন্দ হুমকি দিচ্ছে সংবাদ মাধ্যমগুলির উপর চড়াও হওয়ার । হুমকি দিচ্ছে সরকার যদি ইমরানের বিরুদ্ধে আইনগত  পদক্ষেপ করে তবে পথে নেমে অশান্তি করার । এ সব ঘটনা থেকে এটা স্পষ্ট যে ইমরান শুধু একা নয়, দেশদ্রোহীতার কাজে তাঁর সঙ্গে রয়েছে এক বিরাট চক্র   
অবিলম্বে ভারত সরকারের উচিত হচ্ছে ইমরানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা ।  ইমরানকে জিজ্ঞাসাবাদ করলে যারা ভারতের মাটিতে বসে ভারতবিরোধী কাজে মুসলিম জঙ্গি সংগঠনগুলিকে মদত দিচ্ছে সেই চক্রটির হদিস করা সম্ভব হবে । অতীতে কংগ্রেস ও বামপন্থী দলগুলির অন্যায় প্রশ্রয় ও মদত পেয়ে মুসলিম মৌলবাদী ভারতবিরোধী এই চক্রটি ফুলে ফেঁপে দৈত্যকায় হয়ে উঠেছে । ধর্মীয় মৌলবাদী কর্মকান্ড সর্বদাই দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও  জাতীয় সংহতি নির্মাণের পক্ষে বড় বাধা হিসেবে পথরোধ করে । আর সেই মৌলবাদী শক্তি যদি মুসলিম মৌলবাদী শক্তি হয় তবে তা আরো বহুগুণ ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে । এটা যে অমূলক কোনো আশঙ্কা নয় তা আল-কায়দা, তালিবান, লস্কর-ই-তৈবা,হুজি, হামাস, মুসলিম ব্রাদারহুড, বোকো হারাম, আইসিস প্রভৃতি মুসলিম জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির কার্যকলাপই তার প্রমাণ । এ মতাবস্থায় আহমদ হাসান ইমরানের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গি রাজনোতিক দল ও তার অঙ্গ জঙ্গি সংগঠনগুলিকে অর্থ ও অস্ত্র দিয়ে মদত দেওয়ার যে অভিযোগ উঠেছে তাকে অবহেলা বা উপেক্ষা করা যায় না । তা হলে তা হবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সাথে আপোষ করা । ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ভারতে বসবাসকারী ভারতবিরোধী শক্তিগুলি যাতে পার পেয়ে না যায় সেটা দেখা ভারত সরকারের প্রাথমিক ও প্রধান কর্তব্য ।

KARBALA: Truth and Lies

  KARBALA : Truth and Lies           GIASUDDIN                 Translated by SRIJIB BISWAS        ...